রায়পুর (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল) সাহেবের পিতা মরহুম আলহাজ্ব ডাক্তার আব্দুল হাশিম ভূইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টেটি
আজ বিকেলে সিরাজনগর মনসুর আলী এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন উক্ত টুর্নামেন্টের সভাপতি করেন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,এবং তার সহধর্মিনী ওয়াটসন গ্রুপের পরিচালক জনাবা জান্নাতুল হক শাপলা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক,আব্দুর রহমান খোকন,পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক,সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান হাবিব, যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, পৌরসভার যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সোহেল,
এ সময় আরো উপস্থিত ছিলেন রায়পুরার উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।