হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংবাদকর্মীদের দুটি স্পিডবোট লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের শেষ সীমান্তে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন দুপুরে উপজেলার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অবৈধ বালু তোলার দায়ে একটি ড্রেজার থেকে দুজনকে আটকের পর ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর পাশের একটি ইটভাটার পাশে বালু তোলা হচ্ছিল। সেখানে এগিয়ে গেলে দুটি স্পিডবোট লক্ষ্য করে দূর থেকে গুলি করে দুর্বৃত্তরা। সামনে থাকা স্পিডবোটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন। অন্যটিতে ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা।
গুলির শব্দ শুনে স্পিডবোট দুটি ঘুরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসেন চালকরা।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হবে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বালুখেকোদের হাত থেকে মেঘনার আশপাশের এলাকা বাঁচাতে হলে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন- কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য বাহিনীর অংশগ্রহণে অভিযান পরিচানা করতে হবে।
এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’
তিনি আরো বলেন, ‘উপজেলার চরাঞ্চলে বিপুল পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র মানুষের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে এ নিয়ে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এসব অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান চালানো হবে।’