ডেক্স রিপোর্ট :
নরসিংদী রায়পুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদ রানার সাথে রায়পুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা মতবিনিময় সভা করেছেন। আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকালে উপজেলার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এসময় তিনি রায়পুরার সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবেন এবং রায়পুরা উপজেলাকে নিটেন ক্লিন রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন রায়পুরা প্রেস ক্লাবের উপদেষ্টা ও মুক্তচিন্তার পত্রিকার প্রধান সম্পাদক জয়নুল আবেদিন রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুদ্দিন আহমেদ রায়পুরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফরিদ উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) তৌফিকুল হক,প্রেসক্লাবের সাবেক সভাপতি মস্তফা খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা, উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামে সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া,দপ্তর সম্পাদক , রোমান পথিক, কোষাধক্ষ, কাজী শাহাদাত হোসেন, নির্বাহী সদস্য , আলামিন মিয়া, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন সহ তিন সংগঠনের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
##