ষ্স্টাফ রিপোর্টার, কবিতা আক্তার:
নরসিংদীর রায়পুরায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় আ.লীগনেতা এ বি এম রিয়াজুল কবির কাওছার।
সোমবার (২৩অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে পুজামন্ডম পরিদর্শন করেন তিনি। পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, আমরা মুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান যাই বলেন, আমরা সবাই মানুষ, দেশটা আমাদের সকলের। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও সকলকে নৌকায় ভোট প্রদানে আহবান জানান।
বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহসিন খোন্দকার, কৃষি সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবও ক্রিয়া সম্পাদক নজরুল ইসলাম করিম, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, সদস্য জয়নুল আবেদীন, আদিয়াবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি হান্নান সরকার, বিশিষ্ট সমাজ সেবক বিশ্বনাথ সাহা, মশিউল আলম কনক, ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ছাত্রনেতা রাজিব প্রমূখ।