ডেক্স রিপোর্ট :
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলা গণ মিলনায়তনে সরকারের ত্রাণ ভান্ডার হতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত দু:স্থ, দরিদ্র, অসহায় ও বিভিন্ন এতিমখানায় এতিম, পথ শিশুদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ শত কম্বল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীজন উপস্থিত ছিলেন।