স্টাফ রিপোর্টার :কবিতা আক্তার
নরসিংদী রায়পুরায় আজ সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা দুর্যোগের উপর এক মহড়া অনুষ্ঠিত হয় র্যলিটি ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন , উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ বশির উদ্দিন সরকার রিপন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান,উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদি হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা সহঅনেকে।