Monday , 2 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী রায়পুরায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Harun Rashid
September 2, 2024 6:52 pm

নরসিংদী( রায়পুরা) প্রতিনিধি:

নরসিংদী রায়পুরায় আজ বিকেলে উপজেলা
বিএনপি উদ্যোগে বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়ার সভাপতিিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী-৫-আসন রায়পুরা নির্বাচনী এলাকার এমপি প্রার্থী হিসেবে ধানের র্শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, তিনি বলেন ‘আমরা বিশ্বাস করি, বিএনপি সব সময়ই নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে কন
মিলিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপি’র মূল কাজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন-সেই আদর্শকে বাস্তবায়িত করা। একই সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি কাজ করেছেন-সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি।’ তিনি বলেন, ‘আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি-তার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। বিএনপি’র ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।’ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাকে বিদেশ থেকে এনে আইনের মাধ্যমে বিচার করা হবে। এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ করতে হবে। মানুষের র্দীঘদিনের দাবী চরাঞ্চলে বেড়ীবাদ স্থাপন করতে হবে। আগামী দিনে রায়পুরাতে অনেক উন্নয়ন মুলক কাজ করে মানুষের দাবী দাওয়া পুরন করতে সব ধরনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহভাপতি আলকাছ উদ্দিন ভুইয়া,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, রায়পুরা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত সরকার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাহবুবুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুল হক মিলন,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সমম্পাদক আব্দুল আওয়াল, রায়পুরা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, রায়পুরা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাব, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আহসান উল্লাহ,উপজেলা ,রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কামাল ফকির, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ,পৌর মৎস্যজীবিদলের সদস্য সচিব জালাল মিয়া, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক প্রধান ও সেক্রেটারী কবীর হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন।

#

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী রায়পুরায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রায়পুরায় পল্লীবিদ্যুতের খুটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ জন, আহত ৫

হেরে গেলো বাংলাদেশ

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স

সকল প্রাথমিক বিদ্যালয়  বন্ধ থাকবে ১৯ দিন

রায়পুরায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্টিত

মহষেপুর ইউনয়িন বিট পুলশিং সভা অনুস্টতি

নরসিংদীর রায়পুরায় এতিমখানার শিক্ষা ভবনের ৩য় তলার উদ্বোধন ও ৪র্থ তলার ভিত্তি প্রস্তুর স্থাপন

রায়পুরায় শহীদ মিনার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি

রায়পুরায় জাতীয় পুষ্টি সপ্তা ২০২৪ পালিত