স্টাফ রিপোর্টার : কবিতা আক্তার
নরসিংদী রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন আলী আহম্মেদ দুলু। তিনি আজ সোমবার রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এর রিটার্নিং কর্মকর্তার নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল করেই তিনি বিকেলে উপজেলার সাংবাদিকদে সাথে মতবিনিময় করেন। উপজেলা পৌর এলাকার তুলাতলী বাজার চত্বরে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিয় করেন। এ সময় তিনি বলেন, আমি ৫ বার অলিপুরা ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমি উপজেলা বাসীর সেবা করার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছি। আমি যদি তৃণমূলের জনগণের ভোটের রায় নিয়ে উপজেলা চেয়ারম্যান হইতে পারি তাহলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব এবং রায়পুরা উপজেলার অসমাপ্ত রাস্তাঘাট স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, কালভার্ট সহ সকল উন্নয়নমূলক কাজ করে যাব, সে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য তিনি বলেন তার সাথে জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে তৃণমূলের আওয়ামী লীগ পর্যন্ত তাকে সমর্থন করেছেন। উল্লেখ্য তফসিল অনুযায়ী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২ মে,যাচাই বাছাই ৫ মে. এবং প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে,প্রতীক বরাদ্ধ ১৩ মে এবং নির্বাচন অনুষ্টিত হবে ২৯ মে
##