নরসিংদী রায়পুরা ডৌকার চড়ে সুনামের শহিত শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়
স্টাপ রিপোর্টার:কবিতা আক্তার
নরসিংদীর রায়পুরা উপজেলার বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় ডৌকারচরে সুনামের সহিত শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়। কিন্তু এ সু-নামকে বিনষ্ট করতে গত শুক্রবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে “স্কুলের জমি ক্রয়ে অনিয়ম” প্রসঙ্গ উল্লেখ করে সভাপতি ও প্রধানশিক্ষক কে জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়েছে।
প্রকাশিত ওই সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক আমিনুল হক কবির ও পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জি: শফিকুল ইসলাম খন্দকার।
তারা জানান, শিরোনামে যে কথাটি লেখা হয়েছে জমি ক্রয়ে অনিয়ম এর বাস্তবের সাথে কোনো মিল নেই। একই জমি দুইবার ক্রয়-বিক্রয়ের নিয়ম বাংলাদেশের ইতিহাসে নেই। সংবাদে সভাপতিকে জড়ানো হলেও তার সাথে কোনো যোগাযোগ করেনি ওই রিপোর্টার। এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করাটা দু:খজনক বলে মন্তব্য করেন তারা৷
সভাপতি শফিকুল ইসলাম আরোও বলেন, জমি ক্রয় করার সময় সকল কাগজপত্র স্থানীয় ভুমি অফিসে গিয়ে যাচাই-বাছাই করে ক্রয় করা হয়েছে।জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০,০০০০ বিশ লক্ষ টাকা এই টাকা বিক্রেতাকে অগ্রনী ব্যাংক আমিরগঞ্জ শাখা রায়পুরা থেকে চ্যাকের মাধ্যমে প্রদান করা হয়েছে। এখানে এক টাকাও হেরফের করার মত কোন সুযোগ নাই,যারা এই বিষয়টিকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করছেন তারা যেন ভাল ভাবে জেনে শুনে করেন।
এব্যাপারে ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজি বলেন, দেখতে নারি তোর চলন বাঁকা,বিষয়টি অনেকটা এরকম বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি নিয়ে অন্ত:দ্বন্দ্ব রয়েছে। বর্তমান সভাপতিকে এলাকাবাসীরা অনেক পরিশ্রম করে সভাপতি নির্বাচিত করেছে৷ সে কখনো স্কুলের টাকা মেরে খাওয়ার লোক নয় বলে মন্তব্য করেন তিনি।