হারুন অর রশিদ -স্টাফ রিপোর্টার :
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর নরসিংদী এরিয়া অফিসের উদ্যোগে কোম্পানীর উন্নয়ন প্রধান বাহার উদ্দিন মজুমদারকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। জনাব বাহার উদ্দিন মজুমদার সম্প্রতি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থেকে সহকারী ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তার এই পদোন্নতিতে নরসিংদী এরিয়া অফিস মহান বিজয় দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী এরিয়া প্রধান এভিপি মোঃ ওমর ফারুক। এতে বক্তব্য রাখেন ভৈরব মনিটরিং ইনচার্জ আলমগীর তালুকদার, পলাশ মনিটরিং ইনচার্জ শাহাদাত হোসেন, নরসিংদী জোনের জোন প্রধান রাশেদুল হাসান, কালীগঞ্জ জোনের জোন প্রধান ননী গোপাল দাস, মনোহরদী জোনের জোন প্রধান সগীর আহমেদ, রায়পুরা জোনের জোন প্রধান জাকির হোসেন, চরসুবুদ্বী জোনের জোন প্রধান শহিদউল্লাহ, সহ অনুষ্ঠানে প্রায় ৩০০ জন কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্ষ সমাপনী উপলক্ষে নরসিংদী এরিয়ার পক্ষ থেকে নতুন প্রিমিয়াম বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা সংবর্ধিত অতিথির হাতে অর্পণ করেন।
সংবর্ধনার অতিথি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আরেক উজ্জ্বল নক্ষত্র, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের সকল দাবী যথাসময়ে পরিশোধ করে এবং ন্যাশনাল লাইফ দাবী পরিশোধে সবসময় প্রস্তুত থাকে। তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে বীমা পৌঁছে দিতে কর্মীদের প্রতি আহবান জানান।
ঘরে ঘরে এনএলআই,
জনে জনে এনএলআই,