রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় ছেলের বিদেশে যাওয়ার পাওনা দশ লক্ষ টাকা ফেরত চাইলে হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর আহত ২।
থানার অভিযোগ সূত্রে জানা যায় স্বপন মিয়ার ছেলে পায়েল মিয়াকে ইতালি পাঠানোর জন্য প্রায় ছয় মাস পূর্বে দালাল আফতু মিয়ার নিকট নগদ দশ লক্ষ টাকা দিয়ে থাকে কিছুদিন পর সে স্বপনের ছেলেকে ইতালি না পাঠাইয়া লিবিয়া পাঠিয়েছে, তার ছেলেকে লিবিয়া থেকে ইতালি পাঠানোর কথা বললে আফতু মিয়া দীর্ঘদিন যাবত তাল বাহানা করিয়া ঘুরাইতে থাকে, গত ২৩/০৮/২০২৩ ইং তারিখ বেলা অনুমান ২.২০ আফতু মিয়ার ছেলে রুবেল মিয়া ইতালি প্রবাসী তার মোবাইল থেকে স্বপনের স্ত্রীর মোবাইলে, ফোন করিয়া হুমকি প্রদান করে যে উক্ত ঘটনার বিষয়ে বাড়াবাড়ি করিলে তার ছেলেকে মাফিয়া চক্রের নিকট বিক্রি করিয়া দিবে, অথবা গুম করিয়া ফেলবে, ফোনের বিষয়টি স্বপন এলাকার চেয়ারম্যান ও মেম্বারদেরকে জানাইলে আফতু মিয়া রাগান্বিত হয়ে স্বপনের পূর্বসূত্র সাদেক মিয়ার সাথে পরামর্শ করেন,তখন সাদেক মিয়া বলেন স্বপনের সাথে জমিজমা নিয়ে আমার আগেই অনেক সমস্যা আছে আমারে কিছু টাকা দিলে এবং তুমি আমার সাথে থাকলে আমার দলবল নিয়ে স্বপনরে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। গত ২৭/০৮/২০২৩ ইং তারিখ রবিবার সকাল অনুমান আট ঘটিকার সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বপন বাড়ি ফেরার পথে লোচনপুর নয়া সড়কে আসা মাত্রই ওত পেতে থাকা আফতু ও সাদেক মিয়া তার দলবল নিয়া অতর্কিত হামলা চালিয়ে চাপাতি ও রড দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে, তার ডাক চিৎকারে তার বড় ভাই স্বপন কে বাঁচাতে গেলে তাকেও তারা মেরে আহত করেন, এই ঘটনাটি ঘটেণ উত্তরবাখর নগর ইউনিয়নের লোচনপুর গ্রামে নয়া সড়কে।
এ বিষয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে, ওসি মো:আজিজুর রহমান বলেন থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।