মো হারুন অর রশিদ, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরায় ২০২২ -২০২৩ অর্থবছরে উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম খতিব ও আলেম ওলামায়েদের নিয়ে বুধবার (৮ ই ফেব্রুয়ারি) সকালে রায়পুরা উপজেলা অডিটরিয়ামে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, ও সামাজিক সমস্যা নিরলস শীষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপ-পরিচালক ইফা নরসিংদী’র সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও মডেল কেয়ার টেকার মো. লিটন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুরা থানার পুলিশ পরির্দশক মোহাম্মদ বেলাল মিয়া। আলোচক ছিলেন সুপার ভাইজার ইফা রায়পুর ‘র মোঃ মিজানুর রহমান পাঠান, গাঘটিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক, বীর কান্দি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন,কেয়ার টেকার কাজী এনামুল হক, কাজী মোঃ শাহাদত জামান, মো: সোহরাওয়ার্দীসহ রায়পারা উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা মোঃ আনোয়ার হোসেন, হামনার্থ পেশ করেন মাওলানা মোঃ হোসাইন আহমেদ। প্রধান অতিথি সন্ত্রাস ও জঙ্গিবাদের উপর বিষদ আলোচনা করেন, অনুষ্ঠান শেষে , উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ঈমানদের নিয়ে ইমাম সম্মেলন করেন।