নিজস্ব প্রতিবেদন :
নরসিংদী রায়পুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ (০৯ মে -১৫ মে)এক সপ্তাহ ব্যাপি রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবা কার্যক্রম পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ১৪ মে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে,
উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: খান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান, পৌরসভার মেয়র, মো:জামাল মোল্লা, উপস্থিত ছিলেন চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তামো: সামালগীর,সহকারী শিক্ষা কর্মকর্তা মো: জামাল উদ্দিন, ডা,আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও বিভিন্ন কর্মকর্তাগণ,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের আয়োজন, এতিমখানায় পুষ্টিকর খাবার প্রদান, মা ও শিশু খাদ্য পুষ্টি সমাবেশ,প্রবীণ পুষ্টি বিষয়ে আলোচনা ও সেবা দান,কৈশোর কালীন পুষ্টি ও পুষ্টি কুইজ, কুইজ প্রতিযোগিতা ও পুষ্টিকর রান্না করা মা দের মাঝে পুরস্কার বিতরণ।