রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির প্রায় দুই শতাধিক পেয়ারা গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে। পূর্ব শুত্রæতার জেরে রাতের আধারে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে জমির মালিকের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার মরজাল ইউনিয়নের চর মরজাল গ্রামের মধ্যপাড়ায়।
ভোক্তভোগী সালাম জানান, গত মঙ্গলবার চারা গুলো লাগানোর পরে সে বাড়ীতে চলে আসেন। রাতের কোন এক সময় এই চারা গুলো কর্তন করে তার প্রতিপক্ষের লোকজন । তিনি আরো অভিযোগ করে বলেন গ্রামের একটি চক্র সর্বদাই তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে জরিতদের দ্রæত আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ বিষয়ে আব্দুস সালাম গতকাল বুধবার ( আজ) রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
#