ডেক্স রিপোর্ট :
নরসিংদী রায়পুরায় নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও ছাত্রদলের নেতা জুনায়েদ আল হাবিব
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মর্জাল বটিয়ারা মোড়ে সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে জুনায়েদকে ছুরিকাঘাত করেন কয়েকজন। ছুরিকাঘাতে আহত জুনায়েদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে জুনায়েদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। পরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির প্রস্তুতিকালে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জুনায়েদের মৃত্যুর সংবাদ তার দাদি হেলেনা বেগম সোনা মাত্রই গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং মঙ্গলবার রাত তিনটায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন,
এবং বুধবার সকাল ১০ ঘটিকায় নাতি জুনায়েদ দাদি হেলানাকে একসঙ্গে জানাযা নামাজ পড়ানো হয়, পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পৌরসভা বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, মর্যাল ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার মুসল্লিগণ।
এ সময় উপস্থিত মুসুল্লিরা জুনায়েদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
#