হারুন অর রশিদ
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, মো: তৌহিদ হোসেনের সাথে রায়পুরা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের মানুষদের নিয়ে মত বিনিময় সভা করেছেন ।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়
মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো তৌহিদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন শপথ নেওয়ার পর শনিবার (১৪ ডিসেম্বর ) সকালে প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন।
এ সময় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও স্থানীয় সাংবাদিকরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার
সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন,তিনি বলেন রায়পুরা উপজেলার যে সকল কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো বিভিন্ন দপ্তরে নিজে গিয়ে স্ব স্ব মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলে কাজগুলো করার আশ্বাস প্রদান করেন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন,নরসিংদীর জেলা প্রশাসক মো রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো আব্দুল হান্নান,সহকারী পুলিশ সুপার রায়পুরা (সার্কেল) আফসান আল আলম,রায়পুরা থানার ওসি আব্দুল জাব্বার , সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো:ফজলুল হক,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাজী ইকবাল হোসেন শ্যামল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফাইজুর রহমান , রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি, মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক, হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, তৌফিকুল হক, সাধারণ সম্পাদক, অজয় সাহা এছাড়া উপস্থিত রয়েছেন,জামাত ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ রাজনৈতিক বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।