হারুন অর রশিদ –
নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় গতকাল শনিবার সকালে ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে এডমিন মামুন অর রশিদ বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি গ্রহণ করেন, সে বলেন আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শুরু করে রায়পুরা শ্রীরামপুর রেলগেট পর্যন্ত বৃক্ষরোপণ করিবেন। এডমিন মামুন বলেন কৃষ্ণচূড়ায় একটি সুন্দর্য বর্ধন বৃক্ষ তাই আমি কৃষ্ণচূড়া গাছকে নির্ণয় করে রুপন করতে এসেছি, যখন গাছ বড় হবে এবং ফুল ধরবে রেলের পাশ দিয়ে যত মানুষ নরসিংদী থেকে রায়পুরা যাবে তারা এই সৌন্দর্য বর্ধন উপভোগ করতে পারবে এই চিন্তা পোষণ করে আমি আমার ফেসবুক গ্রুপের বন্ধুদেরকে নিয়ে সপ্তাহের প্রতি শনিবার দিন ৫০ফুট দূরে দূরে যত হাজার গাছ লাগে আমি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষ রোপন করে যাব ।