স্টাফ রিপোর্টার
সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি,এ স্লোগানের আলোকে নরসিংদীর রায়পুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের উদ্যোগে আজ সারাদেশের ন্যায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন। চরআড়ালিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরাসুল ইসলাম এর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিববার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার,মহিলা ভাইসচেয়ারম্যান তাহমিনা মানিক,উপজেলা যুব্উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন মোল্লা,উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুল্লাহ হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো: ইমরান হোসেনসহ অনেকে। পরে ইউনিয়নের শ্রেষ্ট মাঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথি বৃন্দ।