মো. হারুন অর রশিদ, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নূর উলুম জামিয়া ইসলামীয়া মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রায়পুরা তাত্তাকান্দা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নদীর পাড় এলাকায় নূর উলুম জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় প্রায় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুর রহমান, হাফেজ আনোয়ার হোসেনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠানের উন্নয়নে ও কোমলমতি শিশুদের আরো অগ্রগতির জন্য প্রতিষ্ঠানে টিন ও নগদ অর্থ প্রদানের আশ্বাস দেন প্রধান অতিথি।
তিনি আরো বলেন মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী আমার ছেলে এবং মেয়েদের মত সব সময় তাদের আমি খোঁজখবর রাখবো এবং আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেব,অবশেষে সকল শিক্ষার্থীদের মাঝে কলাও খেজুর বিতরণ করেন।