হারুন অর রশিদ – নরসিংদী( রায়পুরা) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ইজারাকৃত স্থানের বাইরে গিয়ে বালু উত্তোলন এবং অবৈধ চুম্বক ড্রেজারের দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন,মেঘনার কাতলার চরে বালু মহলের চুক্তি অনুযায়ী কার্টিং ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে খবর পান চুম্বক ড্রেজার দিয়ে অবৈধ ভাবে ইজারাকৃত স্থানের বাইরে গিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এই সময় ঘটনাস্খল থেকে দুইটি চুম্বক ড্রেজার জব্দসহ ৪জনকে আটক করে এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজন ৪লাখ টাকা ও ৩জন কে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম জেলা প্রদান করা হয়। এ ছাড়াও কার্টিং ড্রেজার না আনা পর্যন্ত বালু মহল বন্ধ রাখার নিদের্শ প্রদান করা হয় ইজারাদারকে