হারুন অর রশিদ : ডেক্স রিপোর্ট
‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে পালিত হল জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে
এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী,
উপজেলা প্রাণিসম্পদ অফিসার আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারন অর রশিদ , রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমোখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা, শহীদ রোজলীন চৌধুরী বলেন সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, ভোটার হওয়া বাংলাদেশের নাগরিকদের একটি মৌলিক অধিকার, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি ডিজিটাল হয়েছে এখন ভোটার করতে গিয়ে ভোটাররা নির্মূল তথ্য দিলে সিঙ্গার ও ছবি তোলার মাধ্যমে একজন ভোটারের নির্ভুল ভোটার তালিকা পাওয়া সম্ভব।