ডেক্স রিপোর্ট
নরসিংদীর রায়পুরায় গৌরিপুর কোহিনুর জুটমিল হাই স্কুলটি গত ২০ বছর ধরে বিভিন্ন জটিলতা চলে আসছে। এ জটিলতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক শান্তিপুর্ন মানববন্ধনের মাধ্যমে এ দাবী করেন তারা। শিক্ষার্থী ও এলাকা বাসীর ব্যানারে অনুষ্টিত ঘন্টা ব্যাপী মানববান্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেখ হাসিব চেরাগী বলেন, কোহিনুর জুট মিল হাই স্কুলটির নামে আরো একটি স্কুল খুলে ব্যবসা করে আসছে আতিক নামে একজন শিক্ষক। ফলে গত ২০ বছর ধরে বিভিন্ন সমস্যায় ভোগছে স্কুলটি। ফলে স্কুলের বিভিন্ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত হচ্ছে। ফলে এ সকল জটিলতা নিরসনে ইউএনর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে এলাকাবাসী,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করেন তারা।্
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান বলেন্.শিক্ষক নিয়োগ বিষয়টা আদালতের মাধ্যমে শেষ করতে হবে, আর প্রশাসনিক সমস্যা গুলো লিখিত আকারে আমাকে জানাতে বলা হয়েছে।