রায়পুরায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে লাখ টাকা জরিমানা ॥ অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মো: জাকির হোসেন নামে এক ব্যক্তিকে একটি পুকুর থেকে বিনা অনুমোতিতে বালু উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা অনাদাযে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান,উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের মাইল বাশার সংলগ্ন জাকির হোসেন বিনা অনুমোতিতে একটি পুকুর থেকে বিনা অনুমোতিতে বালু উত্তোলন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমানিত হওয়ায় জাকির কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এস আই বিলাল,ভূমি অফিসের পেশকার সহকারী মো: ইলিয়াছ আহম্মেদ,চান্দের কান্দি ইউনিয়ন ভূমি উপ-সহকারী মো: রমজান আলীসহ অনেকে।