স্টাফরির্পোটার
নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের মহেষবেড় ও বল্লমপুর গ্রামের মেঘনার করাল গ্রাসে বসতভিটা বিলীন হওয়া ২৫ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিটি পরিবারের মাঝে ২০ কেজি চাল,২কেজি তেল,২কেজি আলু,একডজন ডিম ,নুডলস বিতরণ করেনউপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো: সাজ্জাদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মো: বোরহান উদ্দিনসহ স্থানীয় ইউপি সদস্যরা। এই সময় উপজেলা নির্বাহী অফিস্যার বলেন নদী ভাঙ্গন কবলিত প্রতিটি পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ একটিকরে ঘর।