মো. হারুন অর রশিদ, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৬ষ্ট বার্ষিক সাধারণ সভা শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
প্রধান আলোচক ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সেক্রেটারী আরিফ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান, ডিরেক্টর (ঙ অঞ্চল) বাবু রতন চন্দ্র রায়, ডিরেক্টর (চ অঞ্চল) ডাঃ নোয়েল চার্লস গমেজ, ডিরেক্টর (ঘ অঞ্চল) মো. আঃ মান্নান লোটাস, উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা থানার ওসি তদন্ত গৌবিন্দ সরকার, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দ নগর উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা দেলোয়ার ইয়াসমিন।