স্টাফ রিপোর্টার – কবিতা আক্তার
নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের আরিফ মিয়া নামে এক প্রবাসীর জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
আজ (গতকাল মঙ্গলবার) বিকেলে রায়পুরা সাংবাদিক ফোরামের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন ঔ প্রবাসী আরিফ মিয়া। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন তার পিতা ৬ শতাংশ জমি ক্রয়ের পরে থেকেই তারা ভোগ দখল করে আসছে।
সম্প্রতি ঔ জমিতে তার প্রতিপক্ষ এসে জোর পূর্বক ঘর নির্মাণ করে। পরে তিনি ঔ জমির উপর আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারী করেন। এ নিষেধাজ্ঞায় কিছু দিন কাজ বন্ধ থাকার পরে পুনরায় ঔ জমিটি দখলে নেওয়ার জন্য বিভিন্ন উপায়ে অপচেষ্ঠা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি । সংবাদ সম্মেলনে কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।