Sunday , 17 July 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন পরে ভালবেসে বিয়ে করেন মুসলিম ছেলেকে

প্রতিবেদক
Harun Rashid
July 17, 2022 3:21 pm

রায়পুরা উপজেলার মির্জাপুরের মাহমুদাবাদ গ্রামের মেয়ে লিমা রানী দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে। তিনি ধর্মান্তরিত হয়ে ভালবেসে বিয়ে করেন একই এলাকার রাজমিস্ত্রির সারোয়ার মিয়াকে। রিমা রানী দাসের নতুন নাম সোনিয়া আক্তার। তবে এ বিয়ে নেমে নেয়নি সারোয়ারের বাবা মুর্শিদ মিয়া। তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। অসহায় এ নব দম্পতির পাশে দাঁড়িয়েছেন বাংদেশ মানবাধিকার কমিশস নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক,সাংবাদিক মো: হারুন অর রশিদ। তিনি তার নিজ বাড়িতে বর্তমানে আশ্রয় দেয়ার পাশাপাশি সারোয়ারের কাজের ব্যবস্থা করে দেন । এ ব্যাপারে সাংবাদিক হারুন অর রশিদ বলেন, নববধূ সোনিয়া আক্তার কারো প্ররোচনায় নয়, ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছে। ওই সময় তাকে কালিমা পাঠ করান কাজি মাও: শাহাদত হোসাইন। গত ১৩ জুলাই বিজ্ঞ নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ধর্মান্তরিত হন সোনিয়া আক্তার (ওরফে লিমা রানী দাস)। ১৪ জুলাই রায়পুরা বাজারে মানবিক সাংবাদিক হারুন আর রশিদ তার ব্যক্তিগত অফিসে পাঁচ লাখ টাকা দেনমোহর বাকি রাখিয়া সোনিয়া-সারোয়ারের বিয়ে সম্পন্ন হয়। এ বিয়েতে উকিল হন সাংবাদিক হারুন আর রশিদ । এই বিয়েতে উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন আর রশিদ,কালের কন্ঠের রায়পুরা প্রতিনিধি সাংবাদিক মো :আব্দুল কাদির মির্জাপুর ইউপি সদস্য বকুল মিয়া, সমাজ সেবক জামাল উদ্দিন ভূইয়া ,ইমান আলী,জিয়া উদ্দিন ও এলাকার কয়েকজন । বিয়েতে কনের মা পাবর্তী রানি দাস উপস্থিত ছিলেন এবং মেয়ে ও জামাইকে আর্শিবাদ করেন।

সর্বশেষ - সারাদেশ