হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে,
আজ বুধবার (৩সেপ্টেম্বর ২০২৫) অডিটরিয়াম মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট বাসেত, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঞা রুহেল ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল,রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা যুবদলের আহবায়ক আলফাজউদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমাদ মানিক, মহিলা দলের সবানেত্রী আরফিনা আসাদ,এছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
বক্তব্য শেষে রায়পুরা অডিটোরিয়াম থেকে একটি র্যালি বের হয়, র্যালিটি রায়পুরা বাসস্ট্যান্ড এসে শেষ হয়।