হারুন অর রশিদ- নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেরাজনগর মুনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এ নির্মিত হতে যাচ্ছে নতুন একাডেমিক ভবন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠন এক্সসাস (EXSAS)-এর সভাপতি এয়ার কমডোর (অব.) মো. খালিদ হোসেন, জিএসএসডিপি প্রকল্প পরিচালক ও এক্সসাসের সহ-সভাপতি প্রফেসর এ. এস. এম. এমদাদুল কবির, এবং নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর সহকারী প্রকৌশলী মো. রহিছুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, “সেরাজনগর এম.এ. পাইলট মডেল স্কুল রায়পুরার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এই বিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে যাবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বাস্তবায়নে এটি বড় ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, “শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এই ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও আধুনিক ও সুন্দর হবে।”
এক্সসাসের সভাপতি এয়ার কমডোর (অব.) খালিদ হোসেন তাঁর বক্তব্যে বিদ্যালয়ের স্মৃতি তুলে ধরে বলেন, “আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্বিত। বিদ্যালয়ের উন্নয়নে এক্সসাস সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
অতিথিরা ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ভবন নির্মাণস্থল পরিদর্শন করেন এবং নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই সেরাজনগর এম.এ. পাইলট মডেল স্কুল মানসম্মত শিক্ষা ও চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখছে। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার পরিবেশ আরও অনুকূল হবে এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

















