স্টাফ রিপোর্টার
নরসিংদী রায়পুরা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন উপজেলা ও জেলা প্রশাসক (রাজস্ব) নরসিংদী জানা যায় কিছুদিন আগে নরসিংদী রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভালো উত্তোলন করেন, পরে এ বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে, গত ১১ আগস্ট ২০২২ ইং তারিখে সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সকল ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ করেন ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আজগর হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, বর্তমানে রায়পুরা মেঘনা নদীতে সকল ধরনের বালু উত্তোলন বন্ধ আছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নরসিংদী জানান, রায়পুরা মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়, এ বিষয়ে জেলা প্রশাসন নরসিংদী জিরো টলারেন্স অবস্থানে আছে।