নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪- এ নরসিংদীর রায়পুরা উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নকে ২/০ গোলে হারিয়ে অলিপুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছেন।
সোমবার (৮জুলাই) বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালি নগর মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রস্তাবিত) অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন ভুইয়া মাসুদ, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফারুকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।