হারুন অর রশিদ
রায়পুর নরসিংদী প্রতিনিধ :
নরসিংদী রায়পুরায় ভূমি সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে, স্মার্ট ভূমি, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য কে সামনে রেখে
আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় মাঠে এসে শেষ হয়৷ এরপর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সালামগীর, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সেবা কর্মকর্তাগণ সহ আরও অনেকে
##