Saturday , 4 June 2022 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

নরসিংদী রায়পুরায় ট্রেন-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত।

প্রতিবেদক
Harun Rashid
June 4, 2022 1:15 pm

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠাই।
আজ শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন হাসনাবাদ এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তারা হলেন, ওই উপজেলার কালিহর গ্রামের চাঁন মিয়ার ছেলে সুজাত (২৫), দোলকর গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে আনিছুর রহামন (২৪) ও মেঘশিমুল গ্রামের আব্দুর রশীদের ছেলে শাহীন (২৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন হাসনাবাদের একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। একই সময় একটি পিকআপ ভ্যান লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা লেগে রেল লাইনের পাশে ছিঁটকে পড়ে। ওই সময় চালকসহ পিকআপে থাকা ৬ জনের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হন। পরে আহত ৪ জনকে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। আহত তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি রেল লাইনের পাশেই পড়ে আছে। ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটির ইঞ্জিল থেকে বডি আলাদা হয়ে গেছে। ভ্যানের বডিতে গভীর নলকূল বসানোর সরঞ্জামাদি ছিল। ধারণা করা হচ্ছে পিকআপে থাকা ব্যক্তিরা টিউবওয়েল বসানোর শ্রমিক ছিলেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ