স্টাফ রির্পোটার
সংঘাত নয়,শান্তি চায়,এ স্লোগানের আলোকে নরসিংদীর রায়পুরায় ড্রেজার বিরোধী এক শান্তি সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মো: জহির উদ্দিন ভেন্ডার। সোমবার বিকেলে বেগমাবাদ ওয়াসিল উদ্দিন মুন্সী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মহেষপুর ইউপি সদস্য মো: মিনু মিয়া,মো: হাব্বি মেম্বার, মহেষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: ঈদ্রিস আরী। মো: শাহবুদ্দিন মিয়া,ডাক্তার আসাদ,ছাদেক মিয়া,মো: হানিফ মিয়া,মো: আনোয়ার হোসেন,কবির হোসেন,মো: ফিরোজ মিয়া,তাহার মিয়া,মো: ঈদ্রিস আলী,মো: হুমায়ুন কবির,নজরুল মিয়াসহ অনেকে। এই সময় বক্তারা বলেন,বেগমাবাদ গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিগত দিনে মেঘনার ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অনেক বসতভিটা ও ফসলি জমি। নদীর পারের মানুষ সর্বদাই থাকেন নদী ভাঙ্গন আতঙ্কে। কখন শুরু হয় নদী ভাঙ্গন। যদি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয় নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে পুরো গ্রাম, অনেক ফসলি জমিসহ শিক্ষা প্রতিষ্টান। এ ছাড়া ও ড্রেজার দিয়ে যারা বালু উত্তোলনের চেষ্টা করছেন তাদেরকে বালু উত্তোলন না করে অন্য পেশায় যাওয়ার অনুরোধ করেন। এই সময় বক্তারা আরো বলেন, এক সময় বেগমাবাদ ছিলো দাঙ্গা প্রবন এলাকা। দীর্ঘদিন ধরে এলাকাটি শান্ত রয়েছে। মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে আগের ন্যায় উত্তপ্ত ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে পুরো গ্রামে । ফলে প্রশাসনকে বালু উত্তোলনের অনুমোতি না প্রদানের জন্য অনুরোধ করেন।