Saturday , 6 July 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় শহীদ মিনার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি

প্রতিবেদক
Harun Rashid
July 6, 2024 6:12 pm

ডেক্স রিপোর্ট  :

নরসিংদী রায়পুরায় বিবিএল উচ্চ বিদ্যালয় স্কুলের শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও নরসিংদী সংরক্ষিত আসনের  সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বড়চর এলাকায় বিবিএল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নরসিংদী জেলা পরিষদের সহযোগীতায় নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন শেষে বাহাদুরপুরে একটি কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন।

এর আগে সকালে বিবিএল উচ্চ বিদ্যালয় মাঠে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ ও বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইঁয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা আ.লীগ সদস্য ভাষ্কর অলি মাহমুদ, নরসিংদীর সিনিয়র সহকারী প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, রায়পুরা উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইঁয়া, উত্তরবাখনগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - সারাদেশ