স্টাফ রির্পোটার
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মুখলেছ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয় দলের অন্তত ১০জন। মঙ্গলবার দুপুরে উপজেলা নিলক্ষা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম এবং রাজিব মিয়ার সমর্থিতদের মধ্যে এ ঘটনা ঘটে। একজন নিহতের সত্যতা স্বীকার করেছেন পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউনিয়নের তাজুল ইসলামের সাথে রাজিব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাদিকবার সংঘর্ষের ঘটনাসহ থানায় উভয়দলের পাল্টাপাল্টি মামলা ও হয়। এরই জের ধরে দুপুরের এ দুদলের মধ্যে আবার ও দেশীয় অস্ত্রসন্ত্র সংঘর্ষ জরিয়ে পড়লে রাজিব মিয়ার সমর্থিত মুখলেছ মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন,এ এস পি সার্কেল সত্যজিত ঘোষ,সহকারী কমিশনার মো: সাজ্জাত হোসেনএবং ওসি মো: আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকা থমথমে অবস্থা বিরাজ করায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।