রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন চেস্টার অভিযোগে আব্দুল মান্নান মিয়া (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছেন রায়পুরা থানার পুলিশ। এবিষয়ে গত বুধবার রাতে ঔ প্রতিবন্ধী মেয়ের চাচা ধনুমিয়া থানায় একটি মামলা দায়ের করেন।।ঘটনাটি ঘটেছে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে।
জানাযায়,বুধবার দিন আনুমানিক দুপুর ১২টায় ঔ প্রতিবন্ধীমেয়েকে ঘরে একা পেয়ে মান্নান ধর্ষনের চেস্টাকরে। পরে বিষয়টি মেয়ের মা দেখে ফেলে।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসিতদন্ত গোবিন্ধ সরকার বলেন,ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত ঔ ব্যক্তিকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষন চেষ্টার মামলা হয়েছে।