হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ”নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ মিজানুর রহমান পাঠান ও সাধারণ কেয়ারটেকার শাহাদাত জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে প্রকল্পের শিক্ষকরা।সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।জানা যায়, প্রকল্প শুরু হওয়ার সময় চাকুরি যোগদান করেন ফিল্ড সুপারভাইজার মোঃ মিজানুর রহমান পাঠান, দীর্ঘ ত্রিশ বছর চাকুরী জীবন শেষে গত ৩০ ডিসেম্বর তিনি অবসরে যান। অপরদিকে, রায়পুরা উপজেলায় এই প্রকল্পে দীর্ঘদিন সাধারণ কেয়ারটেকার হিসেবে কর্মরত মোঃ শাহাদাৎ জামান ব্যক্তিগত ব্যস্ততায় চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর নেন। তাদের বিদায় উপলক্ষে সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।















