- হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদন :
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবি কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন কালা মিয়া (৪০) ও রুশানা (৬০)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পৌর এলাকায় রাজনগরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তাঁর টিম তাঁকে সহায়তা করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
ইউএনও মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালা মিয়া ও রুশানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুশানাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তী সময়ে সাজা পরোয়ানা মূলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।