রায়পুরায় রাস্তা নির্মানে ইউপি সদস্যের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন।
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামের বি আর ডিবি ও গ্রাম বাসীর অংশদারিত্বে একটি ইটের সলিং রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের অভিযোগ এনে গতকাল শনিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল খায়ের নামে এক ভুক্তভোগী পরিবার । আজ সকালে রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যলয়ে অনুষ্টিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন,ইউপি সদস্য আলতাফ উদ্দিন ও ও প্রকল্পের সভাপতি মিলে রাস্তাটির প্রকল্প অনুমোদিত স্থানে রাস্তা না করে অন্য একটি স্থানের রাস্তাটি বাস্তবায়ন করেছে তার একক জমির উপর দিয়ে। যা সর্ম্পূর্ণ অনিয়ম। নিয়মানুযায়ী রাস্তাটি বাস্তবায়ন করতে গেলে দুই পাশের জমি থেকে সমান জায়গা নিয়ে রাস্তাটি বাস্তবায়ন করার কথা। এতে প্রতিবাদ করলে গত শুক্রবার সকালে আলতাব মেম্বার তাকে অকথ্য ভাষায় গালিগালজসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন। এ বিষয়ে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।