- নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরায় পীর ফতেহ আলী শাহ্( র:) মাজারের ২৭ লক্ষ টাকা এই মাজারের সভাপতি রাধানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম তপন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এই মাজারের সাধারণ সম্পাদক মির্জানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনজুর এলাহী এ অভিযোগ করেন,
তিনি বলেন নরসিংদীর রায়পুরায় পীর ফতেহ আলী শাহ র:মাজারের কার্যকরী কমিটির সভা হওয়ার কথা ছিলো আজ রবিবার। এ সভাকে কেন্দ্র করে মাজার কমিটির সভাপতি ও সম্পাদকের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। ফলে আইন শৃঙখলা নিয়ন্ত্রনে রাখতে মাজার এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
জানা যায়, ঔ মাজারের কার্যকরী কমিটির সাধারন সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর এলাহী এ সভার আহবান করেন। এতে আপত্তি জানান মাজার কমিটির সভাপতি ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খোরশেদ আলম তপন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃস্টি হলে মাজার স্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে মঞ্জুর এলাহী তার ইউনিয়নের বুলবুলি বাজারে এলাকাবাসী এবং কমিটির লোকজনকে নিয়ে একটি শান্তি সভা ও শান্তি মিছিল করেন। সভায় বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো:মোশারফ হোসেন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতিমো: আল আমিন হোসাইন,বিশিস্ট সমাজ সেবক মো: মিন্টু মিয়াসহ /এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মঞ্জুর এলাহী বলেন সভাপতি , খোরশেদ আলম তপন মাজারের প্রায় সাতাশ লক্ষ টাকার হিসাব দিতে সম্মতি হয়েছেন,সময় মত হিসাব নিকাশ আমরা না পেলে পরবর্তী সময়ে কর্মসূচী গ্রহণ করবো।
মাজারে সভাপতি ও চেয়ারম্যান খোরশেদ আলম তপনের নিকট এ বিষয়টি জানতে চাইলে সে বলেন আমার কাছে এক টাকা ও মাজারের নাই, অডিট কমিটি আছে তাদের কাছে মাজারের সব হিসাব আছে।