স্টাফ রিপোর্টার :হারুন অর রশিদ
নরসিংদী রায়পুরায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল( সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী (১২-১৪) মে তিন দিন ব্যাপী সেবা কার্যক্রম উপলক্ষে নরসিংদী রায়পুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ মে সকাল ১০ ঘটিকায় উপজেলা হিসাবরক্ষণ অফিসের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুপারিনটেনডেন্ট, মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায়,
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান, সিরিয়ার মৎস্য কর্মকর্তা মো: হাবিব ফরহাদ আলম, উপজেলা প্রকৌশলী মাজেদুল হক সজীব,যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, আদিয়াবাদ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূর সাখাওয়াত হোসেন মিয়া,নরসিংদী সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসিনা ইয়াসমিন,
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুরুদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।