Friday , 6 October 2023 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. খোলামত
  8. চাকুরী
  9. জাতীয়
  10. জানা-অজানা
  11. প্রযুক্তি ও গবেষণা
  12. বিনোদন
  13. ভ্রমন
  14. মিডিয়া
  15. রাজনীতি

রায়পুরায় সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার আটক করেছে গ্রামবাসী

প্রতিবেদক
Harun Rashid
October 6, 2023 2:37 pm

হারুম অর রশিদ,স্টাফ রিপোর্টার
নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে সীমানা অতিক্রম করে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করেছে চাঁনপুর গ্রামবাসী।
গ্রামবাসীরঅভিযোগ,ইজারাদারদের লোকজন পার্শ্ববর্তী নবীনগর সীমানার কেদারখোলা বালু মহলে বালু উত্তোলন করার কথা থাকলেও তারা ঐ সীমানা অতিক্রম করে রায়পুরার সীমানায় এসে বালু উত্তোলন করে। গতকাল দিবাগত রাতে রায়পুরার সীমানায় চাঁনপুর গ্রামের বালুচরের ফসলী জমিতে তারা ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিলো। এ সময় গ্রামবাসী টের পেয়ে গ্রামের সকলে একত্রিত হয়ে ড্রেজারটি আটক করেন।
এ সময় ড্রেজারের লোকজন পালিয়ে যায়। পরে খাবর পেয়ে এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ড্রেজারটি পান্থশালা খেয়াঘাটে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন বলেন,ড্রেজার মালিক এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। যোগাযোগ করার পরে তাদরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সারাদেশ