হারুন অর রশিদ -নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় স্বাধীন বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:এর একযুগ পূর্তি উপলক্ষে কেইক কেটে শুভ উদ্বোধন করা হয়েছে
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সমবায় সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়
উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শিব্বির আহমেদ উসমানীর সঞ্চালনায়,
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিল্লুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, রায়পুর পৌরসভার দুই বারের সফল মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো:ইদ্রিস আলী মুন্সি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, রায়পুরা উপজেলা সময় কর্মকর্তা, রৌশনারা বেগম, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সুমন নেওয়াজ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোঃ রমিজ উদ্দিন ফকির,বিএনপি নেতা মাজেদ মিয়া মাজু, সোশ্যাল ইসলামী ব্যাংকের রায়পুরা শাখার ম্যানেজার হুমায়ুন মিয়া, রায়পুরা বাজাজ বণিক সমিতির সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সারোয়ার মোল্লা, উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লি:এর ব্যবস্থাপনা পরিচালক মো: রতন মোল্লা, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক তানভীর মান্নান, সহ স্বাধীন বাংলার সঞ্চয় ও ঋণদান সমিতির গ্রাহক ও কর্মকর্তা বৃন্দ।
বক্তারা স্বাধীন বাংলা সঞ্চয় ও ঋণদান সমিতির একযুক্ত পূর্তিতে সমিতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।